শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

মাদরাসার ৪ বই বাতিলে সরকারের ক্ষতি ১৪ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: বিভিন্ন ধরণের বিতর্কিত তথ্য থাকার কারণে মাদরাসা শিক্ষা বোর্ডের চারটি বই বাতিল করায় এসব বই সংশোধন ও পুনর্মুদ্রণের ফলে সরকারকে মোট ১৪ কোটি ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বইগুলো সংশোধন করে সারা দেশের মাদরাসাগুলোতে পূণরায় পাঠানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাতিল হওয়া বইগুলো হলো– সপ্তম শ্রেণির ‘আল্ আকায়েদ ওয়াল ফিক্‌হ’, অষ্টম শ্রেণির ‘আল্ আকায়েদ ওয়াল ফিক্‌হ’ নবম ও দর্শম শ্রেণির ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ ও ‘হাদিস শরিফ’।

এনসিটিবির সদস্য মিয়া এনামুল হক বলেন, মাদ্রাসা বোর্ডের বাতিল হওয়া চারটি বই একবার ছাপাতে সরকারের খরচ হয়েছিল প্রায় সাড়ে ১৩ কোটি ৪০ লাখ টাকা।

এরপর বইয়ে থাকা কিছু কিছু তথ্য নিয়ে বির্তকের সৃষ্টি হলে দেশের সব মাদরাসা থেকে বইগুলো ফেরত আনতে আরও ৮০ লাখ টাকা খরচ হয়। এতে সরকারের মোট ক্ষতি হয়েছে ১৪ কোটি ২০ লাখ টাকা।

গত বছরের সেপ্টেম্বর মাসে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দেশের সব মাদরাসাগুলোতে বই পাঠানো হয়েছিল। যারমধ্যে এই চার শ্রেণির চার বিষয়ের মোট বই সংখ্যা ছিল ২৩ লাখ ৮৯ হাজার ৭৭৬ কপি।

পরে বইগুলোতে ইসলামের অবমাননাসহ ব্যাঙ্গাত্মক তথ্য রয়েছে বলে অভিযোগ তোলেন সংশ্লিষ্টরা। এরপর নভেম্বরে জেলা শিক্ষা কর্মকর্তাদের বইগুলো ফেরত নেওয়ার নির্দেশ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

বইগুলো ফেরত পাওয়ার পর পুনর্মুদ্রণ করে পূণরায় মাদরাসাগুলোতে পাঠানো হয়। সূত্র: বাংলা ট্রিবিউন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ