আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পঞ্চম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে এই বিক্ষোভ চলছে। এরই মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মারা গেছেন একজন পুলিশ কর্মকর্তাও। বিক্ষোভকারীরা সেনাঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টাও করেছে বলে জানা গেছে।
রয়টার্স, স্টার স্ট্রিপস ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারী বিক্ষোভকারীরা দেশটির পুলিশ স্টেশন ও সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়েছে। তবে তা প্রতিহত করা হয়েছে। যদিও এ নিয়ে কোনও জোরালো প্রমাণ দিতে পারেনি তারা। তাদের দাবি, পুলিশ স্টেশন দখলের চেষ্টাকালে অস্ত্রধারী বিক্ষোভকারীদে গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
এদিকে আন্দোলন দমনে প্রায় চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া তেহরানের অ্যাঙ্গলেভ স্কয়ারে বিক্ষোভকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।