ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপি তাফসীর মাহফিলের ২য় দিন আজ (২৮ডিসেম্বর) বৃহস্পতিবার হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবে মুসলিম উম্মাহর তীব্র প্রতিবাদ এবং ঐক্যবদ্ধ হওয়ায় ইহুদিবাদী ইসরাঈল একঘরে হয়ে পড়েছে। এভাবে মুসলিম বিশ্বের চলমান বিভিন্ন সংঘাত আর নির্যাতন বন্ধে উম্মাহর ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী।
তিনি আরো বলেন, নাস্তিক্যবাদী গোষ্ঠির ধর্মবিদ্বেষ দিন দিন বেড়েই চলছে। সরকার মাঝে মাঝে তাদের গ্রেফতার করলেও কঠোর শাস্তি দেয় না। যদ্দরুণ তাদের উৎপাত কমছে না। আমরা এই মাহফিল থেকে বলতে চাই, গ্রেফতারকৃত নাস্তিকদের কঠিন শাস্তি নিশ্চিত করা এবং অন্যান্য নাস্তিকদের দ্রুত গ্রেফতার করা হোক!
মাহফিলে আরো বয়ান করেন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাসান জামীল, মাওলানা শুয়াইব, মাওলানা মুহাম্মাদ, মাওলানা আবু আহমদ, মাওলানা আব্দুচ্ছমী, মুফতী রাফি বিন মুনীর, মাওলানা নাজির আহমদ প্রমুখ।
৩দিনব্যাপি মাহফিলের সমাপনী দিবস ২৯ ডিসেম্বর শুক্রবার বয়ান করবেন, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মুফতী সোলায়মান, মুফতী রাশেদ, মুফতী আবু সাঈদ, মাওলানা আনাস মাদানী, মাওলানা শেখ আহমদ, মাওলানা ইসমাঈল খান মেখলী, মাওলানা আব্দুল বাসেত খান প্রমুখ।