শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব

ফিদায়ে মিল্লাত রহ.-এর চিন্তাধারা বাস্তবায়নের লক্ষে খলিফাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবিব
মতবিনিময় সভা থেকে

সায়্যিদ আসআদ মাদানি রহ. এর চিন্তাধারা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে, মাদানি রহ.-এর  বাংলাদেশর  খলিফাদের নিয়ে অনুষ্ঠিত হলো “ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানি রহ. এর চিন্তাধারা ও কর্মসূচির ব্যাপক বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা”

আজ রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসা প্রাঙ্গনে ইসলাহি ইজতেমা পূর্ব এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভায়,  হযরত ফেদায়ে মিল্লাতের চিন্তাধারা ও কর্মসূচীর বাস্তবায়ন, বিশেষত মাকাতিব প্রতিষ্ঠা ও রদ্দে বাতিল বিষয়ে পরামর্শ ও পদক্ষেপ গ্রহণ,  হযরত ফিদায়ে মিল্লাত রহ এর খোলাফায়ে কেরাম এবং তাদের মুতাআল্লিকগণের সম্মিলিত একটি বাৎসরিক সেমিনার করার বিষয়ে আলোচনা, খলিফাদের দীনি ও সামাজিক খেদমতের বিষয়ে পারস্পরিক অবগতি ও সহযোগিতা প্রসঙ্গ, দীনি কাজের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সুবিধার্থে হযরত ফিদায়ে মিল্লাতের খলিফাগণের তালিকা সংগ্রহ ও সংরক্ষণ করার ব্যাপারে আলোচানা করা হয়।

এছাড়াও,  হযরত ফেদায়ে মিল্লাত রহ. এর বাংলাদেশস্থ মুরিদগণের সঙ্গে হৃদ্যতাপূর্ণ যোগাযোগের মাধ্যমে দ্বীনি বিষয়ে সচেতনতা বৃদ্ধি,  হযরত ফেদায়ে মিল্লাত রহ. -এর খলিফা ও শুভাকাঙ্খিদের দীনি ও যাবতীয় সেবামূলক কাজের একটি ফেহেরেস্ত সংরক্ষণ করা। যেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজের ব্যাপকতা বৃদ্ধি পেতে পারে, এসকল কাজ সম্পাদনের জন্য একটি মারকাজ নির্ধারণ করা এবং দায়িত্বশীল নিয়োগ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচানা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা আলেম-ওলামাগণ উল্লিখিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষে নিজ নিজ মত পেশ করেন।

হুসাইন আহমাদ মাদানি রহ. এর খলিফা, মাওলানা নোমান আহমাদ চাটগামী মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন।

সায়্যিদ আসআদ মাদানি রহ. এর খলিফাদের মধ্য থেকে, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আলীমুদ্দীন দূর্লভপুরী, মাওলানা হুসাইন আহমদ , মাওলানা রুহুল আমীন , মাওলানা আব্দুস সালাম, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা আমানুল্লাহ, মাওলানা হাফীযুদ্দীন, মাওলানা রশীদ আহমাদ, মুফতি এনায়েতুল্লাহসহ হযরতের প্রায় সব খলিফাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

মতবিনিময় সভায় প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সায়্যিদ আসআদ মাদানি রহ. এর খলিফা মাওলানা রশিদ আহমদ মকবুলকে প্রধান করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বয়ক কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়,  ইন্ডিয়ায় যেভাবে আসআদ মাদানি রহ. এর জীবন ও কর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছিল, তার আলোকে বাংলাদেশেও একটি প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে।  ফিদায়ে মিল্লাতের পূর্ণজীবনী একমলাটে এনে একটি মানসম্পন্ন স্মারক প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াওঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুফতি আরিফুদ্দীন মারুফ, মুফতি লুতফুর রহমান ফরায়েজী, মুফতি আব্দুল্লাহ বিন আব্দুল করীম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা বদরে আলম প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ