শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


নবী-রাসূলদের (সা.) নিয়ে চলচ্চিত্র নির্মাণ তাদের অবমাননার শামিল: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

নবী-রাসূলদের জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন তারই অংশবিশেষ। বাংলাদেশের বিভিন্ন টিভি
চ্যানেলে ইউসুফ আ. মূসা আ. ও  দাউদ আ. কে নিয়ে নির্মিত চলচ্চিত্রের বাংলা ডাবিং প্রচারিত হচ্ছে। যা খুবই নিন্দনীয় এবং পরিত্যজ্য।

বাংলাদেশ খেলাফত আন্দোলন পল্টন থানা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব চলচ্চিত্রে তাঁদের জীবনের ঘটনাগুলোকে বিকৃত করে উপস্থাপন করার অপপ্রয়াস সুস্পষ্ট। ধর্মের ব্যাপারে মানুষের মনে বিরুপ ধারণা তৈরি হীন মানসেই পরিকল্পিত ভাবে এসব করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানান।

পল্টন থানা আহবায়ক মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর প্রচার সম্পাদক মুফাসসির হোসেন এবং সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা জাফর আহমাদ ও পল্টন থানা নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ