কাউসার লাবীব
ইসলাহি ইজতেমা থেকে
আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের লক্ষ্যে আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসা প্রাঙ্গনে শুরু হলো ৩ দিনব্যাপী ইসলাহি ইজতেমা।
রাতের শেষভাগে প্রভুর দরবারে অশ্রু বিসর্জন ও প্রার্থনার মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইসলাহি ইজতেমা।
পর্যায়ক্রমে ফজরের নামাজ ও জিকিরের মজলিসের পর ইজতেমায় স্বাগত বক্তব্য রাখেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র ওস্তাদ মাওলানা মুনিরুদ্দীন কাসেমি।
তিনি বলেন, ‘আফতারনগর মাদরাসার ব্যতিক্রমধর্মী এ আয়োজন দেখে আমি মুগ্ধ। সাধারণ মানুষকে হাতে-কলমে ইসলামের বিধানগুলো শিক্ষা দেয়ার এমন ইসলামি জলসার তুলনা হয় না। আমি আশা করছি মুফতি মুহাম্মদ আলীর এ প্রচেষ্টা অত্র এলাকার নামের মতো মানুষকে আলোকিত করবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পরপরই আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ আলী। তিনি বলেন, ‘আফতাব নগর আবাসিক এলাকা প্রতিষ্ঠা হওয়ার সময় আমরা খুব চিন্তায় ছিলাম , কে এসে নতুন এ এলাকায় মানুষকে দীন শেখানোর দায়িত্ব নেবে? দয়ালু আল্লাহ মুফতি মোহাম্মাদ আলীকে এ খেদমতের জন্য বেছে নিয়েছেন। আশা করি তার সৃজনশীল চিন্তাচেতনায় আফতাবনগর দীনের মারকাজে পরিণত হবে।’
তার আফতাব নগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী এ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরে বলেন, ‘মানুষ ওয়াজ মাহফিলে দীনের বিভিন্ন হুকুম- আহকাম শোনেন। কিন্তু কীভাবে তা আমল করবেন, সেটা অনেকেই বুঝে উঠতে পারেন না। সাধারণ মানুষকে দীনের বিভিন্ন নিয়ম-কানুন ও হুকুম মানুষকে হাতে-কলমে শিক্ষা দেয়ার জন্যই এ ইসলাহি ইজতেমার আয়োজন। আমাদের এ আয়োজন মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলছে।’
তিনব্যাপী এ ইজতেমায় ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ ও প্রখ্যাত ওয়ায়েজিনে কেরাম দীনি বিষয়াদী প্রশিক্ষণ দেবেন।
৩০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হবে।
অনুষ্ঠানটি এই লিঙ্কে সরাসরি সম্প্রচার হচ্ছে : https://www.facebook.com/faisal.omar.967