আওয়ার ইসলাম : সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ফাউন্ডেশন।
আজ (২৬ জানুয়ারি) মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন মাদরাসা শিক্ষকরা।
সংগঠনের নেতারা বলেন, ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষকদের ন্যায় বেতন স্কেল, সংযুক্ত ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা ভবন নির্মাণ, শিক্ষকদের জন্য সিইনএড প্রশিক্ষণ দিতে হবে।
এ সময় ইবতেদায়ী শিক্ষকদের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য পাঁচ দফা -
১. সংযুক্ত ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণ।
২. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় বেতন স্কেল।
৩. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠির আদেশ অনুযায়ী শিক্ষকদের উপবৃত্তি প্রদান।
৪. ইবতেদায়ি মাদরাসার জন্য পৃথক ভবন নির্মাণ।
৫. প্রাথমিক শিক্ষকদের ন্যায় প্রশিক্ষণ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে দরখাস্ত করার সুযোগ।
দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে আজ (মঙ্গলবার) বেলা ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট শেষে শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করবেনন তারা।
অবস্থান ধর্মঘটে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওহাব, মহাসচিব নূরুল হক, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মিয়াজি, প্রচার সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।
আরএম/