শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


থার্টি ফাস্টে সন্ধ্যার পর বাইরে অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : থার্টি ফাস্টে সন্ধ্যার পরে বাইরে কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না বলে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শুটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, সেই সাথে রাজধানীর সব বার সন্ধ্যার পর বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'থার্টি ফাস্ট নাইটের জন্যও আমাদের নিরাপত্তাবাহিনী ভালোভাবে প্রস্তুত রয়েছে যাতে কোন ধরণের অরাজক পরিস্থিতি কিংবা কোন ধরণের নাশকতা না হয়। সেজন্য কিছু বিধিনিষেধ আমরা আরোপ করেছি। যেমন সূর্যাস্তের পর বাইরে কেউ কোন অনুষ্ঠান করতে পারবে না। হলগুলি কিংবা বাসাবাড়ির মধ্যে করতে হবে। বারগুলোতেও সন্ধ্যার পরে আমরা কোন মাদক বিক্রি করতে দিচ্ছি না। সেগুলিও বন্ধ করে দিতে হবে।'


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ