আওয়ার ইসলাম : আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর রাজধানীর আফতাবনগর আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকার ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এতে দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাশরিফ আনবেন।
এছাড়াও, ইজতেমার প্রথম দিন ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় ফেদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. -এর খলিফাদের উপস্থিতিতে ফেদায়ে মিল্লাতের চিন্তাধারা ও কর্মসূচীর ব্যাপক বাস্তবায়ন শির্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
ইজতেমার প্রথমদিনে স্বাগত বক্তব্য রাখবেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড-এর মহাসচিব মুফতি মোহাম্মদ আলী ।
তিনি আওয়ার ইসলামকে বলেন, হযরত ফেদায়ে মিল্লাতের চিন্তাধারা ও কর্মসূচীর বাস্তবায়ন, বিশেষত মাকাতিব প্রতিষ্ঠা ও রদ্দে বাতিল বিষয়ে পরামর্শ ও পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। তিনি বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের ইজতেমায় উপস্থিত হওয়ার আহ্বান জানান।
আরএম/