ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি : শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব কর্তৃক পরিচালিত ‘নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল আজ (২৫ ডিসেম্বর) সোমবার সকাল ১০টায় প্রকাশ করা হয়েছে।
বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর হাতে কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ডের মহাসচিব মুফতি জসীমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী।
পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানীর সাথে কথা বলে জানা যায়, ছিয়াত্তর হাজার আট’শ সাইত্রিশ জন শিক্ষার্থী এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। সর্বমোট ৩৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০৭টি মাদরাসায় কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করেছে।
বোর্ডের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর কাছে ফলাফল হস্তান্তরের সময় বোর্ডের মহাসচিব মুফতি জসীমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমীরুদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী, মাওলানা ইবরাহীম খলীল সিকদার, মাওলানা আবুল হাশেম, মাওলানা আনিস, মাওলানা মাসুদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।