শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

রাজধানীতে মসজিদ ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে মসজিদ ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট।

শুক্রবার রাজধানীর শাহআলী থানার চিড়িয়াখানা রোডে অবস্থিত ‘মেঘনা ভবন জামে মসজিদ’ কমিটির চেয়ারম্যান মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের প্রধান নির্বাহী ড. মো. মোজাহেদুল ইসলাম বলেন, আল্লাহর ঘর মসজিদ ভাঙার অপরাধে জাতির কাছে আগামী সাত দিনের মধ্যে অপরাধীদের ক্ষমা চাইতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, মাল্টিপ্লান সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুনসেফ আলীর নির্দেশেই এ মসজিদে ভাঙচুর করা হয়েছে। মুনসেফ আলীসহ এর সঙ্গে জড়িত সকলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি আরো বলেন, মুসলিম প্রধান দেশ বাংলাদেশে মসজিদ ভাঙার দৃষ্টান্ত চোখে পড়ে না। অথচ সেখানে রাজধানীতে এমন একটি জঘন্যতম কাজ করেছে।
আমরা এ ঘটনায় স্তম্ভিত, ব্যথিত এবং মর্মাহত। ইতিমধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকল মিডিয়াকে ঘটনাটি জানানো হয়েছে।

মোজাহেদুল ইসলাম বলেন, আগামী সাত দিনের মধ্যে এহেন জঘন্যতম অপরাধের জন্য যদি তারা জাতির কাছে ক্ষমা না চায়-তাহলে পরবর্তীতে ব্যাপক কর্মসূচি নেয়া হবে।

নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন-মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্টের নির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দ ওমর ফারুক, মহাসচিব আব্দুল শামিম সেরনিয়াবাত, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মিল্লাত হোসেন প্রমুখ।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর দুপুরে মাল্টিপ্লান সোসাইটির প্রকল্প ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে ৬০ থেকে ৭০ জন লোক দিয়ে ৪ হাজার ৫০০ বর্গফুটের মসজিদের ইমামের দাঁড়ানোর স্থান, কোরআন শরীফ রাখা সেলফ এবং একাধিক ফ্যান ভাঙচুর করা হয়।

এছাড়াও জামে মসজিদের জালনা দিয়ে পবিত্র কোরআন শরীফ নিচে ছুড়ে ফেলে দেয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশ ২১ জনকে গ্রেফতার করে। তবে তারা এখন ছাড়া পেয়ে আবারও হামলা চালানোর পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসএস/


সম্পর্কিত খবর