আওয়ার ইসলাম : সারা দেশের আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ও মুক্তিযোদ্ধের চেতনা লালনকারী তরুণ আলেমদের নিয়ে আজ শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানী ঢাকার ইকরা বাংলাদেশ মিলনায়তনে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সারা দেশের আলেম মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযোদ্ধের চেতনা লালনকারী তরুণ আলেমরা উপস্থিত ছিলেন।
মাওলানা সদরুদ্দীন মাকনূনের সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ১৩ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।
সভায় আগামি ২৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় বৈঠক নগরীর উপশহরে, ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভা নগরীর আন্দরকিল্লায় অনুষ্ঠিত হবে।
আগামি ১১ জানুয়ারি দেশব্যাপী আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মকে নিয়ে আরো বৃহৎ পরিসরে ঢাকার বনশ্রীতে বৈঠক হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযোদ্ধা সন্তান মাওলানা সদরুদ্দীন মাকনূনকে সারা দেশে সমন্বয়ের জন্য কেন্দ্রীয় লিয়াঁজো কমিটির প্রধান সমন্বয়ক, মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ (হবিগঞ্জ), মাওলানা সারওয়ার আলম ভুঁইয়া (কুমিল্লা), মাওলানা আব্দুল্লাহ শাকের (ঢাকা), মাওলানা যাওয়াদুল করীম (চট্টগ্রাম), মাওলানা রুহুল আমীন নগরী (সিলেট), রাশিদুল আলম মোল্লা এলএলবি (ঢাকা), মাওলানা আবু বকর সিদ্দিক জাবের (ঢাকা), মাওলানা ইলিয়াস মশহুদ (সিলেট), মাওলানা নাঈমুল ইসলাম (খুলনা), মাওলানা তানযিল আমীর (ঢাকা), মাওলানা সালমান (রংপুর), মাওলানা সুলাইমান (ঢাকা)কে নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় লিয়াঁজো কমিটি গঠন করা হয়।
সকাল ১০ টায় শুরু হওয়া বৈঠকে আলোচনা করেন, মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা ইমদাদুল্লাহ কাসিমী, মাওলানা ফারুক আহমদ নোমানী, সারওয়ার আলম ভুঁইয়া, মাওলানা আতাউর রহমান, মাওলানা তানযিল আমীর, আবু বকর সিদ্দিক জাবের, মাওলানা মুহাম্মদ সুলায়মান, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা যাওয়াদুল করীম, মাওলানা মাসউদ আযহার, মাওলানা শিবলী বিন ইউসুফ, সাইদুর রহমান সানী, রাশেদুল আলম মোল্লা এলএলবি, মাওলানা আব্দুল্লাহ শাকের, মাওলানা ইলিয়াস মশহুদ, সাদিক সালিম, মাওলানা হুসাইন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা ময়নুল হক চৌধুরী, মাওলানা আকরাম খান, মাওলানা তালিমুল ইসলাম, মাওলানা কাসিম যিয়াদ, মাওলানা কাজী আমিনুল ইসলাম, মাওলানা মাহমুদ মুজিব, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুহসিন চৌধুরী, মাওলানা বদরুল হাসান রায়গড়ি, মাওলানা সুফিয়ান প্রমুখ।