শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

রোহিঙ্গা পুনর্বাসনের দাবিতে আদর্শ নাগরিক আন্দোলনের লংমার্চ সফলের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা হত্যা-নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ২৩ ডিসেম্বর’১৭ ইং, শনিবার, সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিয়ানমার অভিমুখে আদর্শ নাগরিক আন্দোলন ঘোষিত লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো: আল আমিন আজ এক বিবৃতিতে লংমার্চ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা হত্যা ও নির্যাতন এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে বিশ্ববাসীসহ বাংলাদেশের ১৭ কোটি মানুষ দাঁড়িয়েছে।

কিন্তু যারা এই নিদারুন হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তাদেরকে যারা মদদ দিচ্ছে তাদের সংখ্যা অতি নগণ্য। কিন্তু কি কারণে এখনো এই হত্যাযজ্ঞ বন্ধ হচ্ছে না এবং তাদের ফিরিয়ে নেওয়ার জন্য জোরালো তৎপরতা নেই তা আমাদের বোধগম্য নয়।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার প্রকৃতপক্ষে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারছে না উল্লেখ্য করে নেতৃদ্বয় বলেন, শুরুতে বিশ্বনেতৃবৃন্দ সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এ ব্যাপারে জোরালো ভূমিকা পালন করলেও বর্তমানে অনেকেই নিরব ভূমিকা পালন করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য সহ দেশবাসীকে দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উক্ত লং মার্চ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর