শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

'রংপুরে আওয়ামী লীগের হার জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  :  রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে ‘বীমা মেলা ২০১৭’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রংপুরের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির পরাজয়ের কারণে তা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রথমে অর্থমন্ত্রী বলেন, ‘নো, নো, কোনো প্রভাব ফেলবে না।’

এরপরেই মুহিত বলেন, জাতীয় নির্বাচনে এর প্রভাব খুব কমই থাকবে। এটা স্থানীয় ব্যাপার। তাছাড়া রংপুরে জাতীয় পার্টি যথেষ্ট জনপ্রিয়।

রংপুরের নির্বাচন পদ্ধতির প্রশংসা করে তিনি বলেন, আমাদের নির্বাচন সিস্টেমকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সিস্টেমের যে নিরপেক্ষতা আছে সেটা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে নির্বাচনে জয়লাভ করায় জাতীয় পার্টির প্রার্থীকে অভিনন্দন জানান অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার অনুষ্ঠিত রসিক নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন তিনি। আওয়ামী লীগের নৌকা প্রতীকে সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট।

আরএম/


সম্পর্কিত খবর