শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

আরব আমিরাতের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকার ও সে দেশের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও পর্যটন খাতে আরও বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল-শেহি সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব এম. জয়নাল আবেদীন বাসস’কে জানান, ‘বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান।’

রাষ্ট্রপতি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জনগণের যাতায়াত আরও সহজ করতে দু’দেশের মধ্যে একটি ভিসা চুক্তি (কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য) করতে ইউএই’র প্রতি আহ্বান জানিয়েছেন।
দুবাই এক্সপো-২০২০ এর প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই মেগা বৈশ্বিক ইভেন্ট অনুষ্ঠানের  প্রস্তুতি প্রক্রিয়ায় ইউএই সরকারকে সবধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত।

আবদুল হামিদ ঢাকায় সফলভাবে দায়িত্ব পালন করায় ইউএই’র বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার কর্মকাণ্ড  দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে।’
তিনি দু’দেশের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করে বলেন, ‘এই সম্পর্ক হতে পারে জনশক্তি উন্নয়নের মূল ভিত্তি।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ইউএই’র বিদায়ী দূত ভবিষ্যতে যেখানেই অবস্থান করেন না কেন তিনি বাংলাদেশের জন্য একজন শুভেচ্ছা দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিদায়ী রাষ্ট্রদূত গত চার বছর ঢাকায় তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। ।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

এসএস/


সম্পর্কিত খবর