শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

‘শিশুদের মেধা বিকাশে মাতৃভাষার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি'র সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, শিশুদের মেধা বিকাশে মাতৃভাষার বিকল্প নেই ।

তিনি বলেন,  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকার সকল মাতৃভাষার শিক্ষার গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি আদিবাসী শিক্ষার প্রসারে আদিবাসী শিক্ষকদের নিয়োগের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

বুধবার সকাল ১০ টায় ঢাকার ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ সেমিনার হলে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (RDC) এবং গণসাক্ষরতা অভিযান (CAMLE) এর যৌথ উদ্যোগে  মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা : প্রত্যাশা ও প্রাপ্তি মতবিনিময় সভায় মাননীয় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ব্রাক বিশ্ববিদ্যালয় প্রফেসর এমিরিটাস ড. মনজুর আহমেদ।

এসময় তিনি  আদিবাসী প্রাথমিক শিক্ষার স্তর তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী হওয়া উচিৎ বরে অভিমত প্রকাশ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর  ইতিহাস বিভাগ’র  প্রফেসর ড. মেসবাহ কামাল ও স্বাগত বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযান  কার্যক্রমমের ব্যবস্থাপক, তপন কুমার দাস।

অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন,  ড. রণজিৎ সিং, মিজ. নমিতা চাকমা, ডা. সুভাষ রাজবংশী, জনাব রবীন্দ্র বমর্ন, জনাব লক্ষি কান্ত সিং, মিজ . জান্নাত -এ-ফেরদৌসী।


সম্পর্কিত খবর