শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন আজ, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারা ইসলা: আজ শুরু হচ্ছে বহুল আলোচিত এবং প্রত্যাশিত রংপুর সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটাররাও প্রস্তুত হয়েছেন ভোট উৎসবের জন্য। সবখানেই চলছে ভোটের হিসাব-নিকাশ। সবার মুখে একটাই কথা কে জিতবেন রংপুর সিটিতে? এই নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা।

রংপুর সিটির প্রায় ৪ লাখ ভোটার ৭ জন প্রার্থী থেকে বেছে নেবেন তাদের ্ াগামীর নগর পিতাকে।

এদিকে ভোট ঘিরে আশঙ্কার কিছু নেই বলে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, ভোটারদের জন্য চার স্তরের নিরাপত্তা বলয় থাকছে সিটি এলাকায়। একটি কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ও তিনটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচনে নিরাপত্তা বাহিনীর সাড়ে ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

রংপুর সিটিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এই নির্বাচনে আলীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিএম গোলাম মোস্তফাসহ মোট ৭ জন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে।

এসএস/


সম্পর্কিত খবর