অাওয়ার ইসলাম : দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ৭ জানুয়ারি (রবিবার) বিকাল চারটা থেকে শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর সাংবিধানিক ক্ষমতা বলে বুধবার (২০ ডিসেম্বর) এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন বছরের প্রথমে অনুষ্ঠিত অধিবেশনটি শীতকালীন অধিবেশন হিসেবে পরিচিতি। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাকতার অংশ হিসেবে এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর সংসদ সদস্যরা তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন। ইতোমধ্যে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়। সাধারণত শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। তবে অধিবেশন কতদিন চলবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে কতক্ষণ আলোচনা হবে, তা অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
আসন্ন এ অধিবেশনে ব্যাংক আইনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ আইন পাস হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
আরএম