শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

নারায়ণগঞ্জে পাওয়া গেছে সাংবাদিক উৎপলকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুমাস পর নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়া গেছে। তাকে নারায়ণগঞ্জের ভুলতায় পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তার পিতা চিত্তরঞ্জন দাস গণমাধ্যমকে ছেলের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেন।

তিনি বলেন,  ‘সে নারায়ণগঞ্জের ভুলতায় রয়েছে। আমরা অপেক্ষা করছি। উৎপল আসছে বাড়িতে। তার মায়ের সাথেও কথা হয়েছে’।

উৎপল দাসের ঘনিষ্ঠ বন্ধু ঢাকার সাংবাদিক রাজীব আহমদ জানান রাতে হঠাৎ করেই ভাইবারে সচল দেখা যায় উৎপলকে। এরপরই একজন সাংবাদিক তাকে কল দিলে উৎপল দ্বিতীয় দফায় সেটি রিসিভ করেন।

এরপর উৎপল জানান যে তিনি নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রয়েছেন এবং তিনি ভালো আছেন।

রাজীব আহমদ বলেন পরে তারা বন্ধুরা প্রায় সবাই তার সাথে ফোনে কথা বলেছেন এবং উৎপল জানিয়েছেন যে তিনি তার পরিবারের সাথেও কথা বলেছেন।

এর আগে গত ২৩ শে অক্টোবর উৎপল দাসের বাবা চিত্ত রঞ্জন দাস মতিঝিল থানায় একটি জিডি করেন যেখানে বলা হয় উৎপল তেরো দিন ধরে নিখোঁজ।

ওইদিন উৎপলের দুটি মোবাইল নাম্বার থেকে ফোন করে এক লাখ টাকা দাবি করা হয় বলেও জানান তার বাবা।

এরপর থেকেই মূলত কার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলোনা এবং তার সন্ধান চেয়ে প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালন করেছে তার সহকর্মী সাংবাদিকরা।


সম্পর্কিত খবর