শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট

ঢাকার চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার চৌধুরীপাড়া অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠানটির বার্ষিক মাহফিল  আগামী ২২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে মাদরাসার মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান-এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, অত্র মাদরাসার শাইখুল হাদীস আল্লামা নুর হোসাইন কাসেমী।

মাহফিলে তাফসির করবেন, দেশের খ্যাতিমান মুফাসিসর ও বক্তা আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, রাজধানী মিরপুরের দারুল উলুম আকবর কমপ্লেক্স-এর মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি দিলাওয়ার হোসাইন ও শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ আবূ মূসা।

শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল সম্পর্কে মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ আবূ মূসা আওয়ার ইসলামকে বলেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা শুরু থেকেই মানুষের ধর্মীয় চাহিদা পূরণে গুরুত্বপর্ণ ভূমিকা রেখে এসেছে। বছরের বিভিন্ন সময় ফিকহী সেমিনারসহ ব্যতিক্রমধর্মী ইলমি ও দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে আমাদের মাদরাসা।

তিনি বলেন, বরাবরের মতো আমরা বার্ষিক এই মাহফিলের আয়োজন করেছি। মাদরাসার মোতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান-এর দিকনির্দেশনায় এই আয়োজন সফল হবে বলে মনে করি।

ওলামা কেরাম ও ধর্মপ্রাণ মানুষদের উক্ত মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ