নিহার মামদুহ
প্রতিবেদক
ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্কে কুতুববাগ দরবারের বার্ষিক ওরসের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার দুপুরের ইন্দিরারোড সংলগ্ন ফটকের সামনে এ মানববন্ধন করে তারা। এতে কয়েকশো মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে তারা দাবি করে, কুতুববাগী পীরকে যেনো পার্কে ওরস করতে দেয়া না হয়। তারা বলে, কোনো ব্যক্তি স্বার্থে যেনো পার্কটি ব্যবহৃত না হয়।
সাথে সাথে তারা পার্কটি সবুজায়ন ও সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনারও দাবি করেন।
এর আগে গত রোববার সিটি করপোরেশনের অনুমতি ছাড়া ওরসের তোরণ নির্মাণের চেষ্টা করলে ঢাকা উত্তর সিটি করপোরেশন তা ভেঙ্গে দেয় এবং নির্মাণ সরঞ্জাম কেড়ে নেয়।
উল্লেখ্য, গত বছর ভবিষ্যতে পার্কে ওরস না করার শর্তে ওরস করে কুতুববাগী পীর। এ সময় তারা ভবিষ্যতে অবশ্যই ঢাকার বাইরে ওরস করবে বলে লিখিত অঙ্গীকার করে।