ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
বাংলাদেশ হেফাজত ইসলাম-্এর আমির শাইখুল ইসলাম শাহ আহমাদ শফীর সঙ্গে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উলূমুল হাদীস বিভাগের মুশরিফ (তত্ত্বাবধায়ক), আল্লামা আব্দুল্লাহ মা'রুফী।
আল্লামা আব্দুল্লাহ মারুফী কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে রাত ১২টা ১০মিনিটে হাটহাজারী মাদরাসায় এসে পৌঁছান। পরে মাদরাসার বাইতুল করিম বড় মসজিদে ফজর নামাজ আদায় করে আমিরে হেফাজতের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় তিনি আল্লামা আহমদ শফী’র শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।আমিরে হেফাজতের আব্দুল্লাহ মা'রুফীর অবস্থা জানতে চান। আব্দুল্লাহ মা'রুফী বলেন, হযরত শুধু আপনার মোলাকাত ও দারুল উলূম হাটহাজারীর যিয়ারত করার উদ্দেশ্যেই বাংলাদেশ সফরে এসেছি। আপনার মোলাকাতে সফরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে।
আল্লামা মারুফী সকালের নাস্তা শেষে দারুল হাদীস পরিদর্শনে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত নসিহত করেন। জামেয়া পরিদর্শন শেষে সকাল ৭টা ২০ মিনিটে হাটহাজারী ত্যাগ করেন। আরএম