শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিজয়ের প্রকৃত ইতিহাস সবাইকে জানতে : অধ্যক্ষ মাসউদ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন, এদেশের বিজয়ের জন্য আপামর সর্বশ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিল কিন্তু আজ সেই ইতিহাসকে ভুলুণ্ঠিত করে কোন একশ্রেণি তাদের বলে চালিয়ে দিচ্ছে। তাই ছাত্র মজলিস সহ সবাইকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জেনে বিজয়ের চেতনায উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি ১৬ ডিসেম্বর সংগঠনের মহানগর কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী আফজাল হোসাইন কামিলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ফজর আলী, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদ আ.ফ.ম শোয়াইব প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ