রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

হাজীপাড়ার দস্তারবন্দী ও ইসলাহী মাহফিল ১৩ ও ১৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল কাইয়ুম শেখ: আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের দেওয়ানবাড়ী সংলগ্ন মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসায় এ যাবৎকালের ফারেগীন ছাত্রদের দরস্তারবন্দী উপলক্ষে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা আমীন পালনপুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরবের শায়খ নাসির বিল্লাহ ও ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুফতি সালমান মানসুরপুরী।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খতিবে আজম মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জের ডিআইটি প্লট জামে মসজিদের খতিব ও হাজীপাড়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ মাওলানা আবদুল আউয়াল।

মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা উমর ফারুক সন্দ্বিপী, মুফতী মানুসূরুল হক, মাওলানা ড. মুশতাক আহমাদ, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মফতী আবু সাঈদ,   মুফতি জাফর আহমাদ, মাওলানা ফয়জুল্লাহ ও শাইখুল কুররা হাফেয আবদুল হকসহ দেশবরেণ্য আরো অনেক ওলামা মাশায়েখ!

বুধবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার মধ্যরাতের পর মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

ইতোমধ্যেই মাহফিলের আনুষঙ্গিক প্রস্তুতির সিংহভাগ সম্পন্ন হয়েছে। মাহফিলে আসা মেহমানদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে বিছানাপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ শহর কিংবা পঞ্চবটি থেকে রিকশাযোগে কাশীপুরের দেওয়ানবাড়ী সংলগ্ন হাজীপাড়া মাদরাসায় যেতে হবে। কোনো প্রয়োজনে ০১৭৪৩৮৩৮৯৫৯ যোগাযোগ করে সহযোগিতা নেওয়া যেতে পারে।

ইসরাইল কি তার শেষ পরিণতির দিকেই ধাবিত হচ্ছে?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ