শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

আকর্ষণীয় ব্যক্তি হওয়ার ১০ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আপনার আশেপাশে দেখবেন কিছু মানুষ আছেন যারা কোনো একটি সভা কিংবা আড্ডা জমিয়ে তুলতে পারেন, হয়ে উঠেন মধ্যমণি। পুরো অনুষ্ঠানটিকেই তারা মাতিয়ে রাখেন। সাধারণত এরকম আকর্ষণীয় মানুষের কিছু গুণাবলী থাকে। যার কারণে তিনি হন অন্যের চেয়ে আলাদা এবং সবার কাছে প্রিয়।

১. ভালো শ্রোতা হয়ে উঠুন
আকর্ষণীয় মানুষরা খুবই ভালো শ্রোতা হয়। অন্যরা যা বলছে তারা সেই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। তারা কখনোই অন্যের কথার মাঝে বাঁধা সৃষ্টি করে না। কেউ যখন কোনো কথা বলে তারা সেই কথা শোনে এবং তা বোঝার চেষ্টা করে। তারা যখন কারো সাথে কথা বলে তখন সামনে উপস্থিত ব্যক্তিকে জ্ঞান দেয় না। তারা কখনো নিজের প্রশংসা করতে ব্যস্ত থাকে না। কথা বলা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সুতরাং মানুষের কথা শোনার জন্য যখন তারা কোনো মানুষকে পায় সেই মানুষ তার কাছে আকর্ষণীয় হয়ে উঠে।

২. স্পষ্ট ভাষায় কথা বলুন
আকর্ষণীয় মানুষের অন্যতম প্রধান গুণ হলো তারা স্পষ্টভাষী। তারা যখন কোনো বিষয়ে কথা বলে তখন তা খুব পরিষ্কার করে কথা বলে। তারা অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে শুধু দরকারী কথা স্পষ্ট ভাষায় বলে। তারা অসংশয়ে, অসংকচে সাবলীলভাবে নিজের বক্তব্য অন্যের কাছে তুলে ধরে।

৩. হালকা কথা বাদ দিন
গবেষণায় দেখা গেছে, কারো সঙ্গে হালকা ও অপ্রয়োজনীয় কথা বলার তুলনায় গভীর ও অর্থপূর্ণ কথাবার্তা সম্পর্ক ঘনিষ্ঠ করে। তাই হালকা কথা বাদ দিয়ে অর্থপূর্ণ কথা বলুন।

৪.  খাঁটি এবং অকৃত্রিম হওয়ার চেষ্টা করুন
কেউ নকল এবং ছদ্মবেশী মানুষ পছন্দ করে না। কেননা তারা বিশ্বাসযাগ্য নয়। কোন মানুষ কি উদ্দেশ্যে এসেছে এটার পিছনে সময় নষ্ট করতে কেউ পছন্দ করে না। এজন্য আকর্ষণীয় মানুষ সবার কাছে প্রিয়। কেননা তারা নির্ভেজাল এবং অকৃত্রিম।

৫.  ফোনে অধিক সময় ব্যয় করা থেকে বিরত থাকুন
আকর্ষণীয় অথবা আরাধ্য মানুষের অন্যতম আরেকটি গুণ হলো তারা যেকোনো যন্ত্রের থেকে মানুষকে বেশি প্রাধান্য দেয়। তার সামনে কোনো মানুষ বসে থাকলে সে ফোনের থেকে সামনে বসে থাকা মানুষটিকে বেশি প্রাধান্য দেয়। এতে সামনে বসে থাকা মানুষটি নিজেকে অবহেলিত মনে করে না। বরং আপনি যখন তাদের সাথে থাকবেন তারা আপনাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে এবং এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।

৬. উপকারীর উপকার স্বীকার করুন
সবাই নিজের প্রশংসা শুনতে পছন্দ করে। যারা কামনীয় ব্যক্তি, তারা সবসময় অন্যের উপকারের কথা মনে রাখে। কাজ শেষ হয়ে গেলে কখনো আপনাকে ভুলে যায় না। সবার কাছে আপনার প্রশংসা করে। এটি তাদের একটি মহৎ গুণাবলী। এই গুণাবলী আপনাদের মধ্যকার সম্পর্ক আরো মজবুত এবং অটুট করে রাখে।

৭.  অন্যের উপর বিশ্বাস করতে শিখুন
তারা সবসময় অন্যের উপর আস্থা রাখে। সবসময় অন্যের উপর বিশ্বাস রাখতে পছন্দ করেন। এটি তাদের অন্যের কাছে আকর্ষণীয় করে তোলে। তাদের এই বিশ্বাস আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। তারা সবসময় আপনার কাজের ভূয়সী প্রশংসা করেন।

৮. আত্নকেন্দ্রিকতা পরিহার করুন 
আকর্ষণীয় ব্যক্তিরা আত্নকেন্দ্রিক নন। তারা যখন আপনার সাথে কথা বলে তখন দেখবেন তারা নিজের ব্যাপারে খুব বেশি কিছু জাহির করে না। বরং আপনার কোন বিষয়ে আগ্রহ আছে অথবা আপনার পছন্দ, অপছন্দ এসব বিষয়ে বেশি আগ্রহী হয়ে থাকে। কোনো কথপোকথনে সামনে উপস্থিত মানুষকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে।

৯.  অন্যের প্রতি শ্রদ্ধাশীল হোন
পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। সবকাজই সমান সম্মানের অধিকারী। আকর্ষণীয় ব্যক্তিরা কাউকে অসম্মান করেন না। আপনি কোনো হোটেলের বেয়ারা হন অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক হন, আকর্ষণীয় ব্যক্তিরা সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখেন।

১০. অন্যের পরামর্শ গ্রহণ করুন
যখন কেউ আপনার পরামর্শ চায়, তখন বুঝতে হবে সে আপনার পরামর্শকে যথাযথ মূল্যায়ন করে। সেই সাথে সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার প্রয়োজনকেও অগ্রাধিকার দেয়। সাধারণত যারা আকর্ষণীয় হন তারা অন্যের পরামর্শ গ্রহণ করে যা তাদের নিজেদের উপর বিশ্বাস বাড়াতে সাহায্য করে।

সূত্র : ইউথ কার্নিভাল/ আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ