আওয়ার ইসলাম : দেশের স্বনামধন্য পদার্থবিদ, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের সময় কেড়ে নিচ্ছে, এতে অনেক শিক্ষার্থী পড়ালেখায় অমোনযোগী হচ্ছে।
৮ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর তৃতীয় দিনে অনুষ্ঠিত চিলড্রেন’স ডিজিটাল ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন
ফেসবুক ও যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীরা সময়ের ফাঁদে পড়ছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সময় নষ্ট করছে। এসব শিক্ষার্থীদের সময় আটকে রাখছে। টেকনোলজি ব্যবহার করতে হবে কিন্তু টেকনোলজিকে আমাদের ব্যবহার করতে দেয়া যাবে না।
শিক্ষার্থীদের বই পড়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সবাইকে বই পড়তে হবে। সব ধরনের বই পড়তে হবে। প্রয়োজনে লুকিয়ে বই পড়তে হবে। বাবা-মাকে খুশি রাখতে বই পড়তে হবে। মা-বাবা যদি বই পড়তে না দেন তাহলে রাতে টর্চলাইট জ্বালিয়ে বা বাথরুমে গিয়েও বই পড়তে হবে। বাবা-মা ভালো রেজাল্ট চায়, যা কোনো ব্যাপার না। একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব।
আরএম