আবদুল্লাহ আল ফুয়াদ
ফাযেল, মাদানীনগর মাদরাসা
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর মাদাসার দুই দিনব্যাপী ৩১তম বার্ষিক ইসলাহি জোড়৷
শায়খুল ইসলাম হজরত হুসাইন আহমদ মাদানি রহ. এর বিশেষ খলিফা মুসলিহে উম্মাহ হজরত ইদ্রীস সন্দ্বীপী রহ. প্রতিষ্ঠিত ‘তাহরিকে ইসলাহুল উম্মাহ’ এর আয়োজনে বিগত ৩০ বছর যাবত আত্মশুদ্ধিমূলক এই দীনি মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে আসছে৷
মাদানিনগরে বর্তমানে সন্দ্বীপি রহ. এর জানাশীন মাওলানা ফয়জুল্লাহ’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে আগামী কাল বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে৷
ইসলাহি জোড়ে মাওলানা ফয়জুল্লাহ কর্তৃক পরিচালিত ‘মাদারিসে কওমিয়া তা’লিমি বোর্ডে’র অধীনে প্রায় দুই শতাধিক দায়িত্বশীল, বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষক ও শায়েখ সন্দ্বীপীর হাজার হাজার ভক্ত অংশ নেবেন৷
এতে দেশি বিদেশি প্রখ্যাত আলেমে দীন ও গুণী ব্যক্তিগণ বয়ান পেশ করবেন৷ বিশেষ মেহমান হিসেবে প্রতি বছরের মতো এবারও উপস্থিত থাকবেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও শায়খুল ইসলাম হুসাইন অহমদ মাদানি রহ. এর সাহেবজাদা দেওবন্দে সিনিয়র মুহাদ্দিস, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি৷
শনিবার বাদ মাগরিব তার বয়ান করার কথা রয়েছে৷
গতানুগতিক মাহফিলগুলো থেকে ভিন্ন এই জোড়ে দুই দিনে আগত মুসল্লিদের সুন্নতের মশক, সুরা কেরাতের মশক, তালিম, ও জিকিরের ব্যাপারে তরবিয়ত দেয়া হয়ে থাকে৷ দূরের মুসল্লিদের জন্য মাদরাসার পক্ষ থেকে দুই বেলা খাবারেরও ব্যবস্থা করা হয়৷
জানা গেছে ইতোমধ্যেই ইসলাহি জোড়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷
শনিবার রাত ৯টায় শায়েখ সন্দ্বীপীর জানাশীন মাওলানা ফয়জুল্লাহ’র বয়ান ও আখেরি মোনাজাতের মাধ্যমে এই জোড়ের সমাপ্তি হবে৷