শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ফেনীর মাদরাসাতু ওসমান রা. এর দিনব্যাপী মাহফিল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীতে শুরু হতে যাচ্ছে দিনব্যাপী ৬ষ্ঠ তাফসিরুল কুরআন মাহফিল ও দস্তারবন্দী আয়োজন। আগামী  ৯ ডিসেম্বর শনিবার থেকে শুরু হবে এ মাহফিল। দিনব্যাপী এ মাহফিল খ্যাতিমান আলেমদের মিলনমেলায় পরিণত হবে।

ফেনী জেলার সোনাগাজী, নবাবপুরের মাদরাসাতু ওসমান রা. এর উদ্যোগে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মাহফিল। ইতোমধ্যে মাদরাসা মাঠ প্রাঞ্জণে চলছে মাহফিলের প্রস্তুতি।

জানা যায়, দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলটি এবারে ৬ষ্ঠ তম আয়োজন। মাহফিলের পাশাপাশি থাকছে ফারেগীণ ছাত্রদের দস্তারবন্দী আয়োজন। দীর্ঘ ৬ বছর ধরে মাদরাসার উদ্যোগে এই আয়োজন হয়ে আসছে। যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রভাববিস্তার করতে সক্ষম হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আল্লামা মোহাম্মাদ রুহুল আমিন।

দিনব্যাপী এই অায়োজনে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর করবেন ফেনীর মাদরাসায়ে মাদানীয়র নায়েবে মুহতামিম মুফতি আহমদ উল্লাহ কাসেমী, জামিয়া রশিদীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শহিদুল্লাহ, ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগের শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, আল্লামা আহমদ শফী’র খলিফা মাওলানা মুহাম্মাদ শামছুল হক, মুফতি হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা), আওয়ার ইসলাম টোয়েন্টিফর ডটকমের প্রধান সম্পাদক মুফতি মুহাম্মাদ আমিমুল ইহসান ও মাওলানা হাবিবুর রহমান মিছবাহ (বিবাড়ীয়া)।

এছাড়াও বিশেষ তাফসীরকারক হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকার শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারক, মাওলানা হাফেজ আবু সাঈদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জসিম উদ্দিন মিসবাহ, মাওলানা মনির আহমদ আরশাদী ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

এছাড়াও এই আয়োজনে অথিতি হিসেবে আগমন করবেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব মোহাম্মাদ জহিরউদ্দিন মাহমুদ লিপটন, মাওলানা মোহাম্মাদ মোসতফা, জনাব মোহাম্মাদ দেলোয়ার হোসেন, মাওলানা মোহাম্মাদ নুরুল আমিন, জনাব মোহাম্মাদ মামুনুল হক চৌধুরী।

সংগীত  আয়োজন 

মাহফিলের বিশেষ আয়োজনে থাকছে ইসলামি সংগীত  আয়োজন।সংগীত পরিবেশন করবেন আবাবীল শিল্পিগোষ্ঠীর পরিচালক হাফেজ ছানাউল্লাহ সাইমুন ও সুরের আহবান শিল্পীগোষ্ঠী। পাশাপাশি কুরআনের মন্ত্রমুগ্ধ তেলাওয়াত পরিবেশন করতেন দেশের খ্যাতনামা ক্বারী মাওলানা ক্বারী মোস্তাফিজুর রহমান, ক্বারী সাইদুল ইসলাম আসাদ ও ক্বারী আনোয়ার হুসাইন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ