নিহার মামদুহ
প্রতিবেদক
বান্দরবনে অগ্নিদগ্ধ হিন্দু পরিবারের সাহায্যে এগিয়ে এসেছে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। আগুন লাগার পর মাদরাসার শিক্ষার্থীরাই প্রথম তাদের সাহায্যে এগিয়ে যায় এবং আগুন নিভে যাওয়ার পর ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গতকাল বান্দরবন বনরূপা গ্রামের হিন্দু পাড়ায় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পার্শ্ববর্তী বান্দরবন ইসলামী শিক্ষকেন্দ্রের ছাত্র-শিক্ষক ছুটে যায় ঘটনাস্থলে। তারা আগুন নেভাতে চেষ্টা করতে থাকে।
ফায়ার সার্ভিস আসলেও পানির সংগ্রহে ব্যাপক সমস্যা দেখা দেয়। পরে ইসলামী শিক্ষাকেন্দ্রের পুকুর থেকে পানির লাইন নেয়া হয়। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ৪ টি ঘর ভস্মিভূত হয়েছে। আরও বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
অতপর মাগরিবের পর মাদরাসার শিক্ষকগণ ঘটনাস্থল পরিদর্শন করে আসেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাতে খাবার পৌঁছে দেয়ার ইচ্ছা থাকলেও পৌরসভা থেকে খাবার পাঠানোর সিদ্ধান্ত হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষ আজ মাদরাসা দুপুরে মাদরাসা কর্তৃপক্ষ খাবার বিতরণ করবেন।
এ সময় শিক্ষকগণ জানান, শুধু আজ একবার নয় আমরা বারবার আসবো। আপনাদের পাশে থাকবো । ইসলাম মানবতার শিক্ষা দেয়। ইসলাম হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা বলে।
অগ্নিদগ্ধের শিকার রাজু দাশ বলেন, আমাদের বিপদে প্রথমে ইসলামী শিক্ষাকেন্দ্রকে পাশে পেয়েছি। আমরা জাতিগত হিন্দু হওয়া সত্ত্বেও আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাতে আমাদের মন অনেক বড় হয়ে গেছে।
আমাদের মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাজী ইউনুস সাহেব রহ. এর উদ্দেশ্যই ছিল এমন।
ইসলাম মানবতার কথা বলে। ইসলামই মানবতা, মানবতাই ইসলাম।