মইনুদ্দিন তাওহিদ
টঙ্গী প্রতিনিধি
আগামী ২ ও ৩ ডিসেম্বর ২০১৭ অনুষ্ঠিত হবে টঙ্গি দারুল উলূম মাদরাসার বারো সালা দস্তারবন্দী মহাসম্মেলন।সম্মেলন উপলক্ষে ভারত থেকে অতিথি হিসেবে আগমন করবেন দারুল উলূম দেওবন্দের শায়েখে ছানী আল্লামা কমরুদ্দিন ও আওলাদে রাসূল সায়্যিদ আরশাদ মাদানী।
সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন, গগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক -মাননীয় মন্ত্রী,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় - আলহাজ্ব জাহিদ আহসান রাসেল -সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি-
এছাড়াও, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী, আল্লামা শায়েখ আব্দুল মুমিন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, শাইখুল হাদীস সোলাইমান নোমানী, শাইখুল হাদীস আল্লামা আব্দুল হক, শাইখুল হাদীস আল্লামা আরশাদ রাহমানি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, শাইখুল হাদীস আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ,আল্লামা মনসুরুল হক, শাইখুল হাদীস আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী,শাইখুল হাদীস আব্দুল হালীম বুখারী, আল্লামা মাহফুজুল হক,মাওলানা উবায়দুর রহমান খান নদভী, আল্লামা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলামসহ দেশবরেণ্য ওলামায়েকেরাম উপস্থিত থাকবেন।
সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই মাহফিল কেন্দ্রিক আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহুর্তের কর্মতৎপরতা। মাহফিল উপলক্ষে গোটা এলাকায় সাজসাজ রব পড়ে গেছে। এলাকাবাসী ও মাদরাসার ছাত্র সকলের মধ্যে বইছে ব্যাপক উদ্দীপনা।
মাহফিল পরিচালনা কমিটি আওয়ার ইসলামকে জানিয়েছে, মোট ৮ টি অধিবেশনে গোটা মাহফিলের কার্যক্রম পরিচালিত হবে। ছাত্রদের জন্য থাকবে বিশেষ অধিবেশন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়ায় মাহফিল পরিচালনা কমিটি প্রশাসনকে ধন্যবাদ জানান।
দারুল উলূম টঙ্গির মুহতামিম মুফতী মাসউদুল করীম জানান, শুধু টঙ্গিতেই নয়, বরং গোটা দেশে এত আলেমের একসাথে উপস্থিতি সত্যিই বিরল। তিনি সবাইকে অংশগ্রহণ করে সম্মেলনকে সফল করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, এই সম্মেলন সফল হলে বাংলার জমিনে দেওবন্দিয়তের প্রকাশ হবে। আম জনতার মাঝে দেওবন্দি চিন্তাধারার বিস্তার ঘটবে।
আরএম