নিহার মামদুহ
প্রতিবেদক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাদরাসা শিক্ষার প্রতি বর্তমান সরকারের আন্তরিকতা তুলে ধরে বলেন, ‘মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের সব চেষ্টা করছে সরকার। মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা নিরসনে সরকার প্রায় সাড়ে তিন হাজার ভবন নির্মাণ করেছে।’
‘মাদরাসা শিক্ষার আরও উন্নয়নে দুই সহস্রাধিক ভবন নির্মাণের কাজ চলছে।’ বলে জানান তিনি।
রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ’সিজেডএম জিনিয়াস স্কলারশিপ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য দেন তিনি।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এ ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।