আওয়ার ইসলাম: রাশিয়ান ফেডারেশনের ইন্দাসেশিয়া প্রজাতন্ত্রের বৃদ্ধ ‘এফাজ আলিয়ফ’ শেষ বয়সে পবিত্র কুরআন তিলাওয়াত শিখেছেন। কিছু দিন আগে তার চোখের অপারশেন করে দৃষ্টি শক্তি ফিরিয়ে পাওয়ার পর তিনি কুরআন শিক্ষা অর্জন করেছেন।
বৃদ্ধ এফাজ এখানো ককেশাস পার্বত্য অঞ্চলে নিজের বাগানে নিয়মিত কাজ করেন। দীর্ঘ দিন তিনি দৃষ্টিশক্তিহীনরত অবস্থায় ছিলেন। কিছু দিন পূর্বে চোখের অপারেশনের মাধ্যমে তিনি দৃষ্টি শক্তি ফিরে পান।
এফাজ আলিয়ফ ১০০ বছর অতিবাহিত করেছেন। তার ৮ জন সন্তান এবং ৩৫ জন নাতি-পুতি রয়েছে। তিনি বলেন, আমি সর্বদা কঠিন কাজ করি এবং এর উদ্দেশ্য হচ্ছে আমার পরিবারকে সুষ্ঠভাবে পরিচালনা করা।
তিনি এখনো নিয়মিতভাবে তার নিজের ফল বাগানের পরিচর্যা নিজেই করেন। তার নিজের গ্রামকে শুধুমাত্র একবার ছাড়া কখনোই ত্যাগ করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি তার গ্রামকে ত্যাগ করেছিলেন। তিনি সর্বদা তার গ্রামেই জীবন যাপন করেছেন।
তিনি সুস্থ জীবনের অধিকারী। তার জীবনে কখনোই ধূমপান করেননি। নিজের খামারের ফল এবং শাক সবজী খান এবং ঝরনার পানি পান করেন। এভাবে জীবন যাপন করে তিনি দীর্ঘায়ু লাভ করেছেন।
শেষ জীবনে এসে কুরআন পড়তে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
সূত্র: ইকনা