হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে৷ ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে৷
পাকিস্তানের রাজধানীতে আন্দোলনরত বিক্ষোভকারীদের দমনের অংশ হিসেবে এ সিন্ধান্ত নেয়া হয়েছে৷
কয়েকটি দৈনিকের খবরে বলা হচ্ছে, ইতোপূর্বেই পাকিস্তানের বেশ কিছু টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে৷ ফলে বিক্ষোভকারীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে (লাইভ ভিডিওতে) উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলো৷ সরকার সে পথ বন্ধ করে দেয় সরকার৷
এদিকে পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীর পাক টিভিতে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া ভালো ফল বয়ে আনবে না৷ বরং এতে মানুষের মাঝে ভুল বার্তা ছড়ানোর আশংকা রয়েছে৷
তিনি বলেন, মানুষ শোনা কথায় কান দেবে৷ এতে করে পরিস্থিতির আরো অবনতি হতে পারে৷ মিডিয়া বন্ধ করে দেয়া কখনোই সমাধানের পথ হতে পারে না৷
হালাল পণ্য উৎপাদনের ৮০ ভাগ অমুসলিমদের নিয়ন্ত্রণে!?