আওয়ার ইসলাম
ডেস্ক
ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেছেন, ‘সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করা অভিভাবকের অপরিহার্য দায়িত্ব।’
আজ ২৩ নভেম্বর সকাল ১১টায় জামিয়ার ছাত্র মিলনায়তনে অভিভাবক সম্মেলনে সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন।
জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলনে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফযিলত বিষয়ে আলোচনা করেন জামিয়ার মুফতী মুহাম্মদ আব্দুল্লাহ।
বিষয় ভিত্তিক আলোচনা , অভিভাবকের অনুভূতি পেশ, ছাত্রের ব্যক্তিগত রিপোর্ট পেশ এবং অভিভাবকের মূল্যায়ন ইত্যাদি বিষয় সামনে নিয়ে এই অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।
গহরপুরী হুজুরের খলিফা মাওলানা সাদ উদ্দিন ভাদেশ্বরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
আরএম