আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক
কওমি শিক্ষা সনদের মানকে আইনী কাঠামো দিতে আজ প্রথম বৈঠকে মিলিত হচ্ছেন ‘গতকাল হাইআতুল উলয়া’ ও মঞ্জুরী কমিশনের যৌথ বৈঠকে গঠিত সাব কমিটি।
আজ বিকেল ৩টায় রাজধানী ঢাকার আগারগাওয়ে মঞ্জুরী কমিশনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
‘সাব কমিট’র অন্যতম সদস্য ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘গতকালের বৈঠকে গঠিত ‘সাব কমিটি’ আজ একত্র হবেন এবং তারা হাইআতুল উলয়ার উপস্থাপিত আইনী খসড়া চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করবেন।’
কবে নাগাদ চূড়ান্ত করা যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আজও হতে পারে আবার দেরিও হতে পারে। পারস্পারিক আলোচনা ও পর্যালোচনার বিষয় ঠিক সময় বলা যাবে না।’
কমিটিতে রয়েছেন, ইউজিসি থেকে একজন সদস্য (নাম চূড়ান্ত নয়), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবদুর রশিদ, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার সভাপতি মুফতি রুহুল আমিন, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী ও বেফাকের কেন্দ্রীয় সদস্য মুফতি নূরুল আমিন।