রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বাবরি মসজিদ নিয়ে অবস্থান জানাল দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানী বলেছেন, বাবরি মসজিদ ইস্যুতে ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর সিদ্ধান্তের সাথে দারুল উলুম দেওবন্দ একমত রয়েছে।

গতকাল ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে বাবরি মসজিদ ইস্যুতে দারুল উলুম এর অবস্থান জানতে দারুল উলুম দেওবন্দের মুহতামি আল্লামা আবুল কাসেম নোমানীর কাছে ফোন করলে তিনি একথা বলেন।

ভারতীয় গনমাধ্যমের খবর অনুযায়ী, ফোনালাপে বাবরি মসজিদ বিষয়ে হিন্দু সমপ্রদায়ের নেতারা দেওবন্দকে সুপারিশ করে যাতে পরষ্পরে আলোচনার মাধ্যমে কোন সিদ্ধান্তে পৌঁছা যায়। কারণ হিন্দু নেতারা আশঙ্কা করছেন আদালতের রায় তাদের বিপক্ষে যাবে।

আল্লামা নোমানী সাফ জানিয়ে দেন, আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড এর সিদ্ধান্তকে স্বাগত জানাই। তাদের মতের সাথে দারুল উলুম দেওবন্দ সহমত প্রকাশ করছে।

প্রসঙ্গত, বাবরি মসজিদ ইস্যুতে ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ -সহ সকল মুসলিম নেতৃবৃন্দের সিদ্ধান্ত হলো আদালতের সিদ্ধান্তকে তারা মেনে নেবন।

আগামী ৫ ডিসেম্বর ইন্ডিয়া সুপ্রিমকোর্ট থেকে বাবরি মসজিদের শুনানি শুরু হতে চলেছে। ভারতীয় মুসলিম নাগরিকরা ধারণা করছে, আদালত মসজিদের পক্ষেই রায় দেবেন।

উল্লেখ্য,  ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদের হাইকোর্ট বাবরি মসজিদের জমির তিন ভাগের এক অংশ মুসলমানদের এবং অপর দুই অংশ হিন্দুদের মধ্যে ভাগ করার নির্দেশ দেয়। রায় অনুযায়ী, হিন্দুরা বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রামের মূর্তি স্থাপন করেছে।

তখন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল জানায়। তখনও দারুল উলুম দেওবন্দ তাদের সাথে একমত পোষণ করে।

২০১৮ সালের দারুল উলুম দেওবন্দের বাজেট ৩৪ কোটি রুপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ