আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিজি প্রেস থেকে এখন প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কিছু শিক্ষকই ছাত্রদের কাছে প্রশ্ন ফাঁস করে দেন।
অভিযোগ উঠেছে, এবারের জেএসসিতে প্রায় প্রতিটির পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়েছে। গণমাধ্যমেও ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল থাকার সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রশ্ন ফাঁস নিয়ে বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “আগে বিজি প্রেস (সরকারি ছাপাখানা) ছিল প্রশ্ন ফাঁসের জন্য খুবই রিস্কি জায়গা। এখন সেখানে প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই।”
তিনি বলেন, “শিক্ষকদের হাতে যাওয়ার পরই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। কারণ আমরা সকাল বেলা যখন শিক্ষকের হাতে প্রশ্ন দিই, তখন কিছু শিক্ষক আছেন… যারা সেটা আগেই অ্যারেঞ্জমেন্ট করে রাখেন, প্রশ্নপত্র ছাত্রদের দিয়ে দেন।”
শিক্ষকদের দায়ী করে নাহিদ বলেন, “আমরা শিক্ষকদের নৈতিকতার উন্নতির বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছি। এজন্য সকলের সহযোগিতা চাই। তা না হলে এগোতে পারব না।”