আওয়ার ইসলাম: বাহরাইনে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছেড়েছেন হাফেজ সাইফুর রহমান তকি ও তার উস্তাদ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।
হাফেজ সাইফুর রহমান তকি যাত্রাবাড়ীর ইন্টারন্যাশনাল হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজের ছাত্র।
হাফেজ তরিকুল ইসলামের মত, হাফেজ সাইফুর রহমান তকিও যেন দেশের জন্য বিজয় নিয়ে আসতে পারেন এ জন্য সবার দোয়া চেয়েছেন মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী।
এর আগে, চলতি বছর সাইফুর রহমান তকি কুয়েতে কুরআন প্রতিযোগিতায় ৭২ টি দেশের মধ্য দ্বিতীয় হয়েছিলো। ২০১৪ তে NTV তে প্রচারিত P.H.P কুরআনের আলোর কুরআন প্রতিযোগিতায় ৩০ হাজার হাফেজদের মধ্য প্রথম হয়েছিলো।
এছাড়াও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্ররা সৌদি আরবে ৭ বার , মিশরে ৩ বার, আলজেরিয়া ২ বার, লিবিয়া ১ বার, ইরান ৫ বার, কুয়েত ১ বার, কাতার ১ বার, গাম্বিয়া ১ বার, বাহরাইন ১ বার, দুবাই ত বার ও জর্দানে ৪ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আলোকিত করেছে!