শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

সব দরজা বন্ধ হয়ে গেলেও, মালিকের দরজা বন্ধ হয় না : মাওলানা আশেক এলাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. মোশাররফ হোছাইন
চাঁদপুর প্রতিনিধি

আমাদের বাড়িঘর, দোকানপাটসহ সব কিছুর দরজা একটা সময় বন্ধ থাকে। কিন্তু বান্দার জন্য আল্লাহ তায়ালার দরজা মুহূর্তের জন্যও বন্ধ হয় না। বান্দা যখন তার দরজায় কড়া নাড়ে, তখনি তাঁর দরজা বান্দার জন্য খুলে যায়।

গতকাল চাঁদপুরের কচুয়ার অন্তর্গত মনপুরা বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা আশেক এলাহি (পীর সাহেব উজানী)  একথা বলেন।

মাহফিলে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, মানুষের  পাপ ও গুনাহের কাজ হয়ে যেতেই পারে। তখন আমাদের কাজ হবে, তৎক্ষণাত তাওবা করে নেয়া। যাতে আমরা তাওবা অবস্থায় প্রতিপালকের সাথে মিলিত হতে পারি।

এছাড়াও, তিনি দৈনন্দিন জীবনে সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের গুরুত্ব সম্পর্কে মূল্যবান আলোচনা করেন।

অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন স্বল্পপেন্নাই দিঘিরপাড় মাদরাসা দাউদকান্দি, কুমিল্লার মুহাদ্দিছ হযরত মাওলানা লোকমান বিন ইয়াছিন।

মনপুরা ফাজিল মাদরাসার  সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হাই মাহফিলে সভাপতিত্ব করেন।এছাড়াও , ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিছ মুফতি ইউনুস , রফিকুল ইসলাম লালুসহ প্রমুখ স্থানীয় ওলামায়েকরাম মাহফিলে উপস্থিত ছিলেন।

হযরত মাওলানা আশেক এলাহি আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত করেন।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ