শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের আল্লামা কমরুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানি

দেওবন্দ থেকে

ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন উপমহাদেশের শ্রেষ্ঠ দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শায়খে সানী হজরত আল্লামা কমরুদ্দীন গৌরখপুরী৷

আজ সোমবার ভারতের স্থানীয় সময় দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিকেল চারটায় তিনি ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন বলে জানা গেছে৷ ঢাকা ও মাদারীপুরসহ বেশ কয়েকটি জেলায় ইসলামি সম্মেলন ও ইসলাহি মজলিসে অংশ গ্রহণ শেষে ফিরবেন আগামী ১৮ নভেম্বর।

জানা যায়, এবার হযরতকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন মাদারীপুরের আলহাজ্ব হযরত মাওলানা আলী আহমাদ চৌধুরী(পীর সাহেব চন্ডীবর্দী৷) সেমতে মাদারীপুরে হযরতের প্রোগ্রাম থাকছে বৃহস্পতিবার৷

বাংলাদেশ এয়ারপোর্টে শায়খে ছানী আল্লামা কমরুদ্দীন গৌরখপুরী সাহেবের অভ্যর্থনায় থাকবেন ঢাকার লালমাটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।

‘উপমহাদেশে দীনের দুর্গ কায়েমে অনন্য অবদার রেখেছে দারুল উলুম দেওবন্দ। পাশাপাশি সাধারণ মানুষকে দীন শিক্ষা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটির আলেমগণ। ভারতের স্বাধীনতা আন্দোলনেরও সূচনা হয় এ মাদরাসার মাধ্যমে। এসব মানুষের কাছে তুলে ধরা এবং মানুষকে দীনের প্রতি উদ্বুদ্ধ করাই তার এবার সফরের প্রধান লক্ষ্য।’

হজরতের সফরসূচী: ১ম দিন-উলামা সম্মেলন, ১৩/১১/২০১৭ সোমবার বাদ এশা,দারুল উলুম মিরপুর-১৩

২য় দিন-১৪/১১/২০১৭ মঙ্গলবার বাদ জোহর বিশেষ বয়ান, দারুস সাহাবা, সদরপুর, ফরিদপুর, বাদ এশা আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন, শাকপালদিয়া, নগরকান্দা, ফরিদপুর।

৩য়দিন-১৫/১১/২০১৭ বুধবার বাদফজর, দরসে হাদীস, কাসিমুল উলুম মাদরাসা, নগরকান্দা, ফরিদপুর। বাদ জোহর ইসলাহী বয়ান,রাজারচর মিনারা মসজিদ, শিবচর, মাদরীপুর, বাদএশা, ইসলাহী জোড়, জামিয়া কুরআনিয়া, চরকমলাপুর, ফরিদপুর।

৪র্থ দিন-বাদফজর,দরসে হাদীস, শামসুল উলুম, খাবাসপুর, ফরিদপুর,বাদমাগরিব, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, চন্ডিবর্দি, মাদারীপুর।

৫মদিন-১৭/১১/২০১৭ শুক্রবার, জুমুয়ার বয়ান, চাঁদতারা জামে মসজিদ, শেওড়াপাড়া মিরপুর, বাদ এশা বিশেষ বয়ান মাদরাসাতুস সাহাবা, রায়েরবাজার, ধানমন্ডি।

৬ষ্ঠদিন-বাদ ফজর ইসলাহী, বায়তুল মাগফিরাহ জামে মসজিদ উত্তরা, ঢাকা।

সফর ব্যবস্থাপনায়: মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী৷ মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপপুর ঢাকা৷

এইচ জে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ