হাওলাদার জহিরুল ইসলাম:
ফিলিস্তিনের এক নারী ৭৪ বছর বয়সে ডক্টরেট(পিএইচডি) করে কেবল ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে নিজের নাম লিখিয়েছেন তাই নয় বরং শিক্ষার ক্ষেত্রে যে বয়স কোনো বাধা নয় তা নতুন করে আবার প্রমাণ করলেন তিনি৷
দুবাই-এ গত ১৭ বছর যাবৎ পড়াশুনায় ব্যস্ত থাকা ফিলিস্তিনি এই নারীর নাম নাজমা খলিল অাবু ঈসা৷ তিনি ৫ সন্তানের জননী হওয়ার সাথে সাথে ১৪ জন নাতি-পুতিরও দাদি নানি৷
নাজমা খলিল ফিলিস্তিনের ২৫ বছরের আন্দোলন সংগ্রামকে তার পিএইচডির বিষয় নির্ধারণ করেন৷ তিনি আন্দোলনের শুরু থেকে ২০১২ পর্যন্ত সময়ের ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী গবেষণা করেন৷ পরে তা পাণ্ডুলিপি আকারে হল্যান্ডের ইউনিভার্সিটিতে পাঠালে কর্তৃপক্ষ তাকে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে৷
এই ডিগ্রি অর্জনের অভিব্যক্তি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যদি কোনো মানুষ বাস্তবেই কিছু অর্জন করতে চায় তাহলে কোনো জিনিসই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না৷ তিনি বলেন, আমার এই অর্জনের পেছনে আমার স্বামী ও সন্তানদের অবদান অনস্বীকার্য৷ তারা আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছে এবং সর্বদা আমাকে সহযোগিতা করেছে৷
সূত্র: উর্দু পয়েন্ট