শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিকেলে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সঙ্গে বসবেন ৫ বোর্ডের নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর আজ প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রমের সঙ্গে বৈঠকে বসবেন হাইআতুল উলয়ার বেফাক ব্যতীত অন্য ৫ বোর্ডের নেতৃবৃন্দ।

আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়র কথা রয়েছে।

৫ বোর্ডের একাধিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আওয়ার ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের মান বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের শীর্ষ নেতা মাওলানা ইয়াহইয়া মাহমুদ আওয়ার ইসলামকে বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘কাল স্বরাষ্ট্রমন্ত্রীকে হাইআতুল উলয়ার সার্বিক অবস্থা তুলে ধরলে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছেন। তাই আমরা আজ তার সঙ্গে দেখা করবো।’

সামরিক সচিবের সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কাল স্বরাষ্ট্রমন্ত্রীকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সামরিক সচিবের সঙ্গেও সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।’

মাওলানা ইয়াহইয়া বলেন, ‘বেফাকের ঘাড়ে সওয়ার হয়ে একদল ব্যক্তি কওমি মাদরাসাকে বিপথে চালিত করার চেষ্টা করছেন। তারা অন্যদের মতামত তোয়াক্কা না করে নিজের মন মতো সব কিছু করছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রয়োজন মনে করছি।’

কো-চেয়ারম্যানের পদ বৃদ্ধি করার দাবি কেনো করছেন? উত্তরে তিনি বলেন, আমাদের চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে বলছি, ‘তারা অত্যন্ত বয়োবৃদ্ধ। চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলে তিনি পারেন না, বৈঠকেও উপস্থিত হতে পারেন না।’

‘অন্যদিকে কো-চেয়ারম্যানও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো শারীরিক সক্ষমতা রাখেন না। তাই আমরা প্রস্তাব করেছি, ৫ বোর্ড থেকে একজন কো-চেয়ারম্যান নিয়োগ দিতে এবং হাইআতুল উলয়ায় ভারসাম্য আনতে কমিটি পুনর্বিন্যাস করতে।’

অভ্যন্তরীণভাবে সমস্যার সমাধান না করে সরকারি লোকদের কাছে কেনো যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, ‘আমরা আন্তরিকভাবে সেটাই চেয়েছিলাম। কিন্তু পারি নি। হাটহাজারি হজরতের সাথে দেখা করার জন্য তার ছেলে মাওলানা আনাসকে ফোন করলে তিনি আমাদের বলেছেন, আব্বার তবিয়ত ভালো না। দেখা করা যাবে না।

‘আল্লামা আশরাফ আলীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার জন্য বৈঠক ডাকতে বলা হয়েছিলো। কিন্তু তিনি তা করেন নি।’

আপনাদের চলমান কার্যক্রমে সনদ বাস্তবায়নের সার্বিক পদক্ষেপে বাধা আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি বাধা হবে না। বরং স্থায়ী ক্ষতি থেকে বাঁচা যাবে। আর যদি স্বীকৃতি বাস্তবায়নের গতি নষ্ট হয়, তবে তার জন্য আমরা দায়ী নই।’

তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের সিডিউল এখনো ঠিক হয় নি বলে জানিয়েছেন ৫ বোর্ডের নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যেসব আলোচনা হলো ৫ বোর্ডের নেতৃবৃন্দের


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ