নিহার মামদুহ
প্রতিবেদক
জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকার লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে স্কুলটি বন্ধের নির্দেশ দেয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় ঢাকা জেলা প্রশাসককে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়ে বলেছে প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিলো না।
২০০০ সালে ধানমন্ডির ৬/এ সড়কে স্কুলটির যাত্রা শুরু হয়।
পুলিশের অভিযানে মেজর (অব.) জাহিদুল ইসলাম নিহত হলে স্কুলটি আলোচনায় আসে। মেজর জাহিদ সেনাবাহিনীর চাকরি ছেড়ে এই স্কুলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন।
এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে স্কুলটির ব্যাপারে তদন্ত হয়। তদন্তে স্কুলের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।