রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে কামিল (স্মাতকোত্তর) ১ম পর্ব (অনিয়মিত) ও ২য় পর্ব পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে কামিল (স্মাতকোত্তর) ১ম পর্বের পাশের হার শতকরা ৯৩.৭০ শতাংশ এবং কামিল (স্মাতকোত্তর) ২য় পর্বের পাশের হার ৯৭.৮৩ শতাংশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী।

ফলাফল প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস (মাদ্রাসা সেল) এর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রপাপ্ত) এ এক আযাদ লাভলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর.সারাদেশে ২১৫টি কামিল মাদ্রাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে ৮২৫ জন এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বে ১৭ হাজার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে কামিল ১ম পর্বে ৭৭৩জন এবং ২য় পর্বে ১৬ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, কামিল পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ