আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুছিয়ার শিক্ষার্থী দেলোয়ার হোসেন হৃদয় (২৫) কে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিফাতকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিয়াউল হক জানান, রিফাতের মুঠোফোন ট্র্যাক করে তাকে কিশোরগঞ্জের ভৈরব সেতুর টোলপ্লাজার কাছ থেকে আটক করা হয়। এছাড়াও বাকিদের আটকের জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক ছিবগাতুল্লার বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে মিছিলে অংশগ্রহণকারীরা সেখানে একটি মানববন্ধন করেন।
এতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহামান, দানিস মিয়া, সুজন মিয়া ছাড়াও পশ্চিম মেড্ডা এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে হৃদয়কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।