হাওলাদার জহিরুল ইসলাম
সহ-সম্পাদক
সাধারণ নিয়ম অনুযায়ী বিশ্বের অন্যতম দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে দুই দিনব্যাপী বার্ষিক বাজেট প্রণনয়ন সভা শুরু হয়েছে আজ৷
দেশের (ভারত) বর্তমান অস্থির পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় মাদরাসা ও ফতোয়া নিয়ে অনর্থক ইস্যু তৈরি, শুরা কমিটিতে নতুন সদস্যের অন্তর্ভুক্তি, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ গুরুত্বপুর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই বৈঠকে৷
দেওবন্দের ভিআইপি মেহমান খানায় আজ সকালে শুরু হওয়া ওই শুরা বৈঠকে বার্ষিক খাদ্য বাজেটে বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করণ বিষয়ে আলোচনা হবে বলেও জানা যায়৷
গত বছর ভারতে নোটের উপর সরকারি নিষেধাজ্ঞা চলাবস্থায় শুরু কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে স্থগিত রেখেছিলো৷
তাছাড়া শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ওপর বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে তিন সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছিলো৷
আজ সে প্রতিবেদনও জমা দেয়া হবে৷ প্রতিবেদন মূল্যায়ন করে স্টাফদের বেতন বৃদ্ধি করা হতে পারে। ফলে কর্মচারীগণ শুরার সিদ্ধান্ত জানতে অধীর আগ্রহে সময় পার করছে৷
এদিকে কয়েকজন শুরা সদস্যের পদ খালি রয়েছে৷ তাদের স্থানে নতুন সদস্য নিযুক্ত করা হবে৷
উল্লেখ্য, মুফতি নিজামুদ্দীন পাটনা, মাওলানা সাইয়্যিদ খলিল আহমদ মিয়া হুসাইন দেওবন্দ এবং মাওলানা আযহার রাঁচী ইতোপূর্বেই মহান রবের ডাকে সাড়া ইহকাল ত্যাগ করেছেন৷
শুরায় নতুন নাযেমে তালিমাত(শিক্ষা সচীব)ও নিয়োগ করা হবে৷
গত শিক্ষা অধিবেশনে প্রসিদ্ধ আলেমে দীন মাওলানা রাবে হাসান নদবী অংশ গ্রহণ করেছিলেন৷ চলমান বৈঠকেও তার উপস্থিত থাকার কথা রয়েছে৷
শুরা বৈঠকে পার্লামেন্ট সদস্য মাওলানা বদরুদ্দীন আজমল, দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মদ বাস্তানবী, মাওলানা আবদুল আলিম ফারুকী, মাওলানা ইসমাঈল মালিগাঁও, মাওলানা ইশতিয়াক আহমদ, মাওলানা হাকিম কালিমুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরি, মাওলানা আনওয়ারুর রহমান, মুফতি আবুল কাসে নোমানী(বর্তমাম মুহতামিম), মুফতি সাঈদ আহমদ পালনপুরী, মাওলানা আবদুল খালেক মাদরাসী উপস্থিত আছেন বলে জানা গেছে৷
নিয়মানুযায়ী বার্ষিক এ বৈঠক শেষ হবে আগামী কাল বিকেলে শেষ হবে।