ওয়ালিউল্লাহ আরমান
দেশবরেণ্য মুফাসসিরে কুরআন, দারুল উলূম দেওবন্দ ও মদীনা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা, উস্তাযে মুহতারাম হজরত মাওলানা ইমরান মাজহারী সাহেব দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন৷
ইদানীং তার অসুস্থতা গুরুতর রূপধারণ করেছে৷
আরজাবাদে মুহতারামের নিকট রওজাতুল আদব এবং মাকামা পড়ার সৌভাগ্য হয়েছে আমার৷
মাকামাতুল হারিরির দরসে زمانہ کی گردش نے ہمیں ایسا بنا دیا
“সময়ের নির্মমতা আমায় এমন বানিয়েছে” টাইপে মুহতারামের চয়নকৃত অসাধারণ শব্দবাক্য এখনো আমাদের কানে বাজে৷
দু’বছর মুহতারামের তত্ত্বাবধানে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ ছাত্র সংসদে সাহিত্য সম্পাদকের কাজ করার সুযোগ হয়েছে৷ টুকটাক লেখালেখির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিলো সেটি৷
ছাত্রদের মধ্যে যারা চঞ্চল প্রকৃতির ছিলাম, মুহতারাম তাদের প্রতি বিশেষ স্নেহের নজর রাখতেন৷ দেওবন্দিয়ত, মাদানিয়ত এবং জমিয়তের নজরিয়া সম্পর্কে তার তত্ত্ব ও তথ্যনির্ভর জোরালো বয়ানে আরজাবাদের মসজিদে যেনো প্রতিধ্বনি উঠতো৷
অসুস্থতার দরুন তিনি ঐতিহ্যবাহি লালবাগ শাহী মসজিদে জুমা পড়ানো ছেড়ে দিয়েছেন৷ বর্তমানে মিরপুর জামিয়া ইসলামিয়া মাজহারুল উলূম এর শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন তিনি৷
হজরতের জন্য সবার কাছে দুয়া প্রার্থী, আল্লাহ যেন হজরতকে পূর্ণ সুস্থতা দান করেন৷
ফেসবুক টাইমলাইন থেকে