রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

রাষ্ট্রীয়ভাবে আলেমদের সম্পৃক্ত করলে দেশের ব্যাপক উন্নতি হবে: মেয়র আরিফুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, উপমহাদেশে ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার প্রসারে কওমি ধারার উলামায়ে কেরামের অবদান সবচাইতে বেশি। সমাজের উন্নয়নে কওমির আলেমগণকে রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্ত করা হলে দেশের ব্যাপক উন্নয়ন ত্বরান্বিত হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে বিগত ১৪৩৮ হিজরী সনে তাকমিল ফিল-হাদীসে (মাষ্টার্স সমমান) আল হাইয়াতুল উলিয়ালিল জামি’আতিল ক্বওমিয়ার অধীনে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ আজাদ দ্বীনী এদ্বারা কর্তৃক আয়োজিত কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র আরিফ আরো বলেন,  দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান সৈয়দ হোসাইন আহমদ মাদানী সিলেটের মাটি ও মানুষের হৃদয়ের সাথে একাকার হয়ে আছেন। তিনি আজাদ দ্বীনী এদারা অনেক কওমি মাদরাসা, মসজিদ, খানকা প্রতিষ্ঠা করে দ্বীনের বহুবিদ খেদমত করে গেছেন। ইসলামী শিক্ষার ধারক ছাত্র সমাজকে সমৃদ্ধময় দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।

আজাদ দ্বীনী এদ্বারার ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন আল হাইয়াতুল উলিয়ালিল জামি’আতিল ক্বওমিয়ার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজাদ দ্বীনী এদারার ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল বছির।

অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরীকে আজাদ দ্বীনী এদারার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সিলেট বিভাগের কৃতি ছাত্রদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন এদারার ভারপ্রাপ্ত সভাপতি শায়খ জিয়া উদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন, আল হাইয়াতুল উলিয়ালিয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মোহাম্মদ ইসমাঈল, মাওলানা শায়খ আব্দুস শহীদ, মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া, মাওলানা মুহিব্বুল হক , সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা হাফিজ মহসিন আহমদ, মাওলানা খলিলুর রহমান।

কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের সূচনা হয়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আল্লামা আশরাফ আলীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুল হক, মাওলানা মুফতি শফিকুল আহাদ, মাওলানা সালেহ আহমদ , মাওলানা ইউসুফ , মাওলানা মাহবুবুল হক, আল হাইয়াতুল উলিয়ালিয়ার অফিস সম্পাদক মাওলানা অসিওর রহমান, মাওলানা সৈয়দ আব্দুর রহমান, মাওলানা হাজী এমদাদুল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আলী নূর, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা বাহাউদ্দিন, মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ