আওয়ার ইসলাম: শিক্ষকরা সমাজের সবচে মর্যাদাবান মানুষ। তারা শিক্ষার্থীকে পরিচয় করাবেন জ্ঞানের রাজ্যের সঙ্গে। কিন্তু তাদের নামেই যদি পাওয়া যায় শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন অভিযোগ? তাহলে মন্দের বিচার করবে কে?
সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাঙালি আইনজীবি ৬০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছেন যারা যৌন হয়রানির সঙ্গে জরিত। তিনি এটি ফেসবুকে প্রকাশ করার পর অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ভাইরাল হয়ে গেছে।
এই তালিকায় ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়ার বহু নামীদামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম রয়েছে।
এই তালিকাটি যিনি তৈরি করেছেন, সেই রায়া সরকার ফেসবুকে নিজেকে একজন আইনজীবী হিসেবে ব্যাখ্যা করে বলেছেন, তিনি কারাবন্দীদের অধিকার, প্রজনন অধিকার এবং জাতপাতের বিরুদ্ধে আইনি লড়াইয়ে আগ্রহী।
যৌন নির্যাতনকারী শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করার আগে নিজের ফেসবুক ওয়ালে তিনি পোস্ট করেন, ‘আপনারা যদি এমন কোনো শিক্ষক সম্পর্কে জানেন যারা শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে, তাদের নামধাম আমাকে পাঠালে আমি সেটা তালিকায় যোগ করবো।’ এই পোস্ট দেয়ার পরপরই তালিকায় একের পর এক নাম যোগ হতে থাকে।
তালিকায় অন্যান্যদের মধ্যে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১২ জন অধ্যাপকের নাম রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন নয় জন। তালিকায় অভিযুক্ত শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ বাঙালী।
সূত্র: বিবিসি