শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

যুক্তরাজ্যে কর্মজীবী নারীদের অর্ধেকই যৌন হেনস্তার শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিবিসির এক জরিপে জানা গেছে, যুক্তরাজ্যে কর্মস্থল বা শিক্ষাঙ্গনে নারীর অর্ধেক এবং পুরুষদের এক-পঞ্চমাংশ যৌন হেনস্তার শিকার। খবর এনটিভির

জরিপে বলা হয়, হেনস্তার শিকার নারীদের মধ্যে ৬৩ শতাংশ বলেছেন, তারা বিষয়টি কারো কাছে জানাননি। অন্যদিকে, হেনস্তার শিকার পুরুষদের ৭৯ শতাংশ বিষয়টি গোপন রেখেছেন।

যুক্তরাজ্যে এ জরিপ কাজে দুই হাজারের বেশি লোকের সঙ্গে কথা বলেন সংস্থার কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র প্রযোজক হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যে ওই জরিপ চালায় বিবিসি।

হার্ভির ওই ঘটনার পর থেকে ‘মি টু’ (আমিও) হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের নারী-পুরুষরা তাদের যৌন হেনস্তার শিকার হওয়ার গল্প বলেছেন, যাতে এই সমস্যার ব্যাপকতার চিত্র উঠে আসে।

জরিপে অংশগ্রহণকারীদের এক-চতুর্থাংশের বেশি যুক্তরাজ্যের নাগরিক জানিয়েছেন, তারা ঠাট্টাচ্ছলে হেনস্তার শিকার হয়েছেন। অন্যদিকে প্রতি সাতজনের একজন জানিয়েছেন, তারা অস্বস্তিদায়ক স্পর্শের শিকার।

জরিপে আরো জানা যায়, অংশগ্রহণকারী নারীদের ১০ জনের মধ্যে একজনই যৌন হেনস্তার শিকার হয়েছেন।

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক সারাহ কিলকয়েন বিবিসি নিউজকে জানান, তিনি কিশোরী থাকা অবস্থায় এক স্কুলশিক্ষক হেনস্তা করেন। পরে বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের কাছে হেনস্তার শিকার হতে হয়েছে তাঁকে।

স্মার্ট নারী বনাম ধার্মিক নারী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ